বিক্রয় চলমান রেসিডেন্সিয়াল লে-আউট থেকে ক্রেতা যে প্লট কিনতে আগ্রহী (৫কাঠা/১০কাঠা/২০কাঠা/বানিজ্যিক প্লট)তার জন্য মৈখিকভাবে জিএম (সেলস এন্ড মার্কেটিং)/ দায়িত্বরত কর্মকর্তা কর্তৃক প্লটটি আবিক্রিত থাকলে আগ্রহের বিষয়টি জানাতে পারেন। তবে কেবলমাত্র ২৫% বুকিং মানি জমাদান স্বাপেক্ষেই প্লটটি বুকড হিসেবে বিবেচনা করা হবে। নির্দিষ্ট কোন প্লটের জন্য যিনি সর্বপ্রথম বুকিংমানি জমা করবেন, তিনিই ঐ প্লটটি বুক করেছেন বিবেচ্য হবেন। অবশ্য আবেদঙ্কালীন ২৫% বুকিংমানি জমাদানের পর নির্দিষ্ট সময়ের মধ্যে এককালীন / আংশিক কিস্তির জন্য নির্ধারিত পরিমান অর্থ জামাদানের ব্যর্থ হলে বুকিং বাতিল বলে গন্য হবে এবং নির্দিষ্ট প্লটটি বিক্রয়ের জন্য উন্মুক্ত করা হবে।